價格:免費
更新日期:2019-04-19
檔案大小:3.5M
目前版本:2.0
版本需求:Android 5.1 以上版本
官方網站:http://www.technofinix.com/
Email:technofinix.play@gmail.com
ডিমেনশিয়া তথ্য সেবা এপ্লিকেশনটির সংক্ষিপ্ত বিবরণ ও বৈশিষ্ট্য:
এপ্লিকেশনটির মাধ্যমে ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তির পরিবার ও সর্বসাধারণের জন্য ডিমেনশিয়া সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সেবা ও পরামর্শ এবং বিভিন্ন পরিস্থিতিতে ডিমেনশিয়া মোকাবেলার জন্য সহায়ক টিপস থাকবে।ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তির বিভিন্ন পরিস্থিতি দ্রুত মোকাবেলার জন্য একটা পকেট গাইড হিসাবে এপ্লিকেশনটি কাজ করে ।এই এপ্লিকেশন থেকে রোগীর পরিবার জানতে পারবে কি ভাবে রোগীর আত্ননির্ভরতা গড়ে তুলতে সাহায্য করবে এবং রোগীর সাথে সহযোগিতার মাধ্যমে রোগটির মোকাবেলা করতে হবে ।এছাড়াও কিভাবে একজন ডিমেনশিয়া আক্রান্ত রোগীর পরিবার অনুরূপ অন্য পরিবারের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও স্ব-সহায়তার মাধ্যমে পরিচর্যার মত দুরূহ কাজটি সম্পাদন করতে পারে সে বিষয়ে কার্যকর ও সঠিক তথ্য উপস্থাপন করা হয়েছে ।
এপ্লিকেশনটিতে আরো রয়েছে ডিমেনশিয়া কি ও ডিমেনশিয়ার লক্ষণ সমূহ, ডিমেনশিয়া দ্রুত নির্ণয় কেন প্রয়োজন, ডিমেনশিয়া পরীচর্যাকারীদের রিসোর্স ও প্রশিক্ষণ উপকরণ এবং আমাদের হেল্প লাইনের যোগাযোগ করেও প্রয়োজণীয় পরামর্শ পাবেন । এছাড়াও এপ্লিকেশনটিতে ২০০ টি অনুসন্ধানযোগ্য টিপস এবং ব্যবহারিক সমাধান আছে ।